নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম


ওয়াজিব কোনক্রমে ছেড়ে দিলে সেজদায়ে সাহু দিতে হয়। সিজদায়ে সাহু হল ভুলের সিজদা। আর সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজের পূর্ণতা আনা হয়। তাই আজ আমরা জানবো,নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম সম্পর্কে। আমরা অনেকেই নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম নিয়ম সম্পর্কে বিশেষ একটা জানিনা।

নামাজে কম বেশি সকলেরই ভুল হয়ে থাকে ।কিন্তু এই ভুলটা কিভাবে শুধরে নেব এটা সম্পর্কে আমাদের জানা নেই। তাই নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম সম্পর্কে জানলে এই ভুল থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। তাই আসুন আমরা নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম নিয়ম সম্পর্কে ভালোভাবে জানি।

ভূমিকা

আজ আমি এই আর্টিকেলটির মাধ্যমে আলোচনা করব ,নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম সম্পর্কে। বন্ধুরা আপনারা তো আগেই জেনেছেন যে সাহু সিজদা অর্থাৎ ভুলের সিজদা।

আরো পড়ুনঃ তাওসিফ নামের ইসলামিক, আরবি ও বাংলা অর্থ

নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম প্রসঙ্গে আমরা আরো জানবো সাহু সিজদা যেভাবে দেবেন, নামাজে কখন সাহু সিজদা দিতে হয়, নামাজে সাহু সিজদা দিতে হয় কেন, সাহস সিজদা দিতে ভুলে গেলেন যা করবেন এগুলো সম্পর্কে। আসুন বন্ধুরা তাহলে দেরি না করে জেনে নেই বিস্তারিত।

নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম

নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানবো,নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম সম্পর্কে। আসন বন্ধুরা তাহলে নিম্নে আমরা এ সম্পর্কে জেনে নেইঃ

  • নামাজে কোন ব্যক্তি ওয়াজিব কাজ ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহ হবে। নামাজও নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় তাকে নামাজ আদায় করতে হবে। সিজদায়ে সাহু দ্বারা তখন নামাজ পূর্ণ হবে না।
  • নামাজে কোন ওয়াজিব কাজ ভুল কমে ছুটে গেলে, সিজদায় সাহু ওয়াজিব।
  • ফরজের প্রথম দুই রাকাত বা যেকোনো এক রাকাতে সূরায়ে ফাতিহা পড়তে ভুলে গেলে অথবা সেরুপ নফল ও বিতরের যেকোনো রাকাতে ভুল কমে সূরা ফাতিয়া পড়া না হলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
  • ফরজের দুই রাকাত বা এক রাকাতে কিরাত মেলাতে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে।
  • ফজরের প্রথম দুই রাকাতে কেরাত পড়া ভুলে গেলে ।শেষ দুই রাকাতে তা পড়ে নেবে। তবে সিজদায় সাহু দেবে।
  • তাশাহুদ পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।
  • বিতর নামাজের তৃতীয় রাকাতের রুকুর আগে কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।
  • প্রথম বৈঠকে তাশাহুদ এর সাথে দরুদ ইত্যাদি পড়ে ফেললে সাহু সিজদা দিতে হয়।
  • যদি তিন বা চার রাকাত বৈশিষ্ট্য নামাজের প্রথম বৈঠক ভুলে যায়। তা ফরজ নামাজ হোক বা নফল নামাজ ।সিজদায়ে সাহু দিতে হবে।

সাহু সিজদা যেভাবে দেবেন

সাহু সিজদা যেভাবে দিবেন চলুন জেনে নেই,নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম এই পোস্টটির মাধ্যমে।

সাহু সিজদা যার উপর ওয়াজিব হয়েছে ,সে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডানদিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মত দুটি সিজদা করে বসে যাবে এবং তাশাহুদ, দরুদ ,মাসুরা পড়ে সালাম ফিরাবে। সালাম এর আগে সিজদা করলে নামাজ হবে না। তবে তা মাকরুহে তানজিহি।( বুখারী হাদিস ১১৫০, ১১৫৩ তীরমিজি হাদিস ৩৬১)

নামাজে কখন সাহু সিজদা দিতে হয়

নামাজে কখন সাহু সিজদা দিতে হয় আসুন সে সম্পর্কে জানি।

আরো পড়ুনঃ সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত

  • নামাজের কোন ওয়াজিব আমল কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহ হবে এবং নামাজ নষ্ট হবে। তাই ওই নামাজ পুনরায় আদায় করতে হবে ।তখন সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজ পূর্ণ হবে না।
  • নামাজের কোন ওয়াজিব কাজ ভুল কমে ছুটে গেলে সাহু দেওয়া ওয়াজিব।
  • ফরজের প্রথম দুই রাকাত বা যেকোনো এক রাকাতে সূরায়ে ফাতিহা পড়তে ভুলে গেলে অথবা সেরুপ নফল ও বিতরের যেকোনো রাকাতে ভুল কমে সূরা ফাতিয়া পড়া না হলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
  • ফরজের দুই রাকাত বা এক রাকাতে কিরাত মেলাতে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে।
  • ফজরের প্রথম দুই রাকাতে কেরাত পড়া ভুলে গেলে ।শেষ দুই রাকাতে তা পড়ে নেবে। তবে সিজদায় সাহু দেবে।
  • তাশাহুদ পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।
  • বিতর নামাজের তৃতীয় রাকাতের রুকুর আগে কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।
  • প্রথম বৈঠকে তাশাহুদ এর সাথে দরুদ ইত্যাদি পড়ে ফেললে সাহু সিজদা দিতে হয়।
  • যদি তিন বা চার রাকাত বৈশিষ্ট্য নামাজের প্রথম বৈঠক ভুলে যায়। তা ফরজ নামাজ হোক বা নফল নামাজ ।সিজদায়ে সাহু দিতে হবে।

নামাজে সাহু সিজদা দিতে হয় কেন

নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম এই আর্টিকেলটিন মাধ্যমে জানবো নামাজের সাহু সিজদা দিতে হয় কেন।

  • কেউ যদি এক সিজদা করে পরের রাকাতের জন্য দাঁড়িয়ে যায়। তখন ওই রাকাত দুই সিজদা দিয়ে সম্পন্ন করে ছুটে যাওয়া সিজদাও এর সঙ্গে মিলিয়ে নেবে। শেষে সিজদায়ে সাহু করবে এতে করে নামাজ হয়ে যাবে।
  • প্রথম বৈঠকে তাশাহুদ এর সাথে দরুদ ইত্যাদি পড়ে ফেললে সাহু সিজদা দিতে হয়।
  • যদি তিন বা চার রাকাত বৈশিষ্ট্য নামাজের প্রথম বৈঠক ভুলে যায়। তা ফরজ নামাজ হোক বা নফল নামাজ ।সিজদায়ে সাহু দিতে হবে।
  • বিতর নামাজের তৃতীয় রাকাতের রুকুর আগে কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।
  • তাশাহুদ পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হয়।

সাহু সিজদা দিতে ভুলে গেলে যা করবেন

সাহু সিজদা দিতে ভুলে গেলে, এবং উভয় দিকে সালাম ফিরিয়ে ফেললেও সিজদায়ে সাহু  আদায়ের সুযোগ আছে ।সালাম ফেরানোর পর নামাজ বহির্ভূত কোন কাজ করার আগ পর্যন্ত স্মরণ হলেই  সিজদায়ে সাহু করে নেবে এবং যথা নিয়মে সালাম ফিরাবে।

আরো পড়ুনঃ হতাশা মুক্তির আল - কোরআনের ১০টি আয়াত

প্রখ্যাত তায়েবী ইব্রাহিম নাখায়ী (রহ) বলেন, ওই "(সিজদায়ে সাহু) দুটি তার ওপর আবশ্যক যতক্ষণ না সে (মসজিদ থেকে) বের হওয়া বা কথা বলে ফেলে।( মুসান্নাফে ইবনে আবি সায়বা হাদিস ৪৫১৪)

শেষ কথা

প্রিয় বন্ধুরা আপনাদের কাছে নামাজে সাহু সিজদা দেওয়ার নিয়ম এই আর্টিকেলটি কেমন লেগেছে। আশা করছি এর মাধ্যমে আপনারা ভুলে যাওয়া সিজদা আদায় করতে পারবেন। এবং নামাজে কোন ভুল ত্রুটি হলে  সিজদায়ে সাহু মাধ্যমে তা পূর্ণতা আনতে পারবেন।-ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url