হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ


রক্তে সঠিক পরিমাণ হিমোগ্লোবিন থাকা খুবই জরুরী ।কারণ সঠিক পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে দেখা দিতে পারে রক্তশূন্যতা বা রক্তস্বল্পতা। তাই আমাদের জানতে হবে,হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ সম্পর্কে। বন্ধুরা আপনারা কি জানতে চান,হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ সম্পর্কে তাহলে আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ মানুষের শরীরে রক্তস্বল্পতা দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এমনকি ডেকে আনতে পারে মানুষের অকাল মৃত্যু।
তাছাড়াও হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই পোষ্টের মাধ্যমে আমরা আরও আলোচনা করব, হিমোগ্লোবিন কি কাজ করে থাকে, রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ, হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয়, হিমোগ্লোবিনের অভাবে কোন কোন রোগ হয়, হিমোগ্লোবিন কম হওয়ার কারণ সম্পর্কে। আসুন নিম্নে হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত জেনে নেই।

হিমোগ্লোবিন কি কাজ করে থাকে

হিমোগ্লোবিন নামটি সাথে আমরা সবাই পরিচিত। মূলত হিমোগ্লোবিন হলো রক্তের একটি উপাদান। আর এই উপাদানটি মানুষের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আমরা অনেকেই হিমোগ্লোবিন মানুষের শরীরে কি কি কাজ করে থাকে সে সম্পর্কে জানিনা। তাই আজ আমরা হিমোগ্লোবিন কি কাজ করে থাকে সে সম্পর্কে জানব ,হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই আর্টিকেলটির মাধ্যমে।

আরো পড়ুনঃ গ্যাস্ট্রিক এর লক্ষণ - গ্যাস্ট্রিক কমানোর ঘরোয়া উপায়

মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় প্রোটিন হলো হিমোগ্লোবিন। সাইন্সের ভাষায় একে বলা হয় মেটালোপ্রোটিন। হিমোগ্লোবিন মেরুদন্ডী এবং অমেরুদন্ডী দুই ধরনের প্রাণীর মধ্যেই বিদ্যমান। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের বিভিন্ন কলায় বা টিস্যুতে পরিবহন করাই হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ। এছাড়াও কার্বন ডাই অক্সাইড পরিবহন করার ক্ষেত্রেও হিমোগ্লোবিন কিছুটা অবদান রাখেন। শরীরের অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিন হিমোগ্লোবিন এবং কার্বন-ডাই-অক্সাইড এর সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন গঠনের সাহায্য করে।

অর্থাৎ হিমোগ্লোবিনের কাজ হল ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে অক্সিজেন পরিচালনা করা এবং বিভিন্ন অঙ্গ পতঙ্গ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসের প্রেরণ করা তাই শরীরে সঠিকভাবে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড সর্ব করার ক্ষেত্রে হিমোগ্লোবিনের ভূমিকা অপরিসীম। আর এ কারণে যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হয় তাহলে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড শরীরে সঠিকভাবে সরবরাহ হয় না যার ফলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। শরীরে অক্সিজেন সরবরাহ ছাড়াও হিমোগ্লোবিন আরো কিছু কাজ করে থাকে সেগুলো হলঃ

  • শরীরে রক্তের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে হিমোগ্লোবিন। আর এ কারণেই হিমোগ্লোবিনের মাত্রাকমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়।
  • হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করেন। আর লোহিত রক্তকণিকার মূল উপাদানই হচ্ছে হিমোগ্লোবিন।
  • হিমোগ্লোবিন রক্তে প্রোটিনের মাত্রা সঠিক রাখে।
  • হিমোগ্লোবিন রক্তে অ্যামিনো এসিড উৎপাদনের মাধ্যমে টারশিয়ারি এবং কোয়াটানারী এই দুই ধরনের প্রোটিনের স্থায়িত্ব ধরে রাখে।
  • রক্তে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে হিমোগ্লোবিন।
  • হিমোগ্লোবিন আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ টারশিয়ারি এবং কোয়াটানারী এই দুই ধরনের প্রোটিন গঠনে বিশেষ ভূমিকা রাখে।
  • শুয়ে রক্তের স্বাভাবিকত্ব বজায় রাখা হলো হিমোগ্লোবিনের আরেকটি প্রধান কাজ।আর এই কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়।
  • শরীরে বিষাক্ত গ্যাস জমা হলে সেগুলো বের করতে সাহায্য করে হিমোগ্লোবিন।

হিমোগ্লোবিন কম হওয়ার কারণ

হিমোগ্লোবিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হিমোগ্লোবিন শরীরে কম হওয়ার কারণে দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা। তাই আমাদের জানতে হবে হিমোগ্লোবিন কম হওয়ার কারণ কি।হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই আর্টিকেলটির মাধ্যমে চলুন জেনে নেই হিমোগ্লোবিন কম হওয়ার কারণ কি সে বিষয়ে। আর আপনি যদি হিমোগ্লোবিন কম হওয়ার কারণটি না জেনে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার জানা প্রয়োজন।

অনেকগুলো কারণে মূলত হিমোগ্লোবিন এর ঘাটতি দেখা দিতে পারে। হিমোগ্লোবিনের ঘাটতি নারী পুরুষ ছোট-বড় সকলের ক্ষেত্রেই হতে পারে। শরীরে চাহিদা অনুযায়ী যদি ভিটামিন এবং পুষ্টিকর খাবার না খাওয়া হয় তাহলে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিতে পারে। এটা মূলত বেশি হয়ে থাকে প্রেগন্যান্ট মহিলাদের। খাদ্য বা পুষ্টির অভাবের কারণে হিমোগ্লোবিন কম হওয়া ছাড়াও আরো বেশ কিছু কারণে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম হয়। তো চলুন জানি রক্তে হিমোগ্লোবিন কম হওয়ার কিছু কারণ সম্পর্কে।

  • ক্যান্সার 
  • এইডস
  • লিউকোমিয়া
  • লিভার সিরোসিস
  • শরীরে আয়রনের ঘাটতি
  • ভিটামিন বি ১২ এর ঘাটতি
  • অতিরিক্ত রক্তক্ষরণ
  • পেটের আলসার বা ক্যান্সার
  • থ্যালাসেমিয়া
  • হেমোলাইটিস
  • পাইলস
  • হাইপোথাইরয়েড
  • মুত্রাশয়এর সমস্যা
  • অস্থিমজ্জায় টিউমার

হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয়

হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। আর এই রক্তশূন্যতাতে দূর করার জন্য অনেক সময় রক্ত দিতে হয় যেটাকে বলা হয় রক্ত পরিসঞ্চলন। তবে সব ক্ষেত্রেই শরীরে দেখা দিলে যে রক্ত পরিসঞ্চলনের প্রয়োজন হয় ব্যাপারটি সেরকম নয়। আর সে কারণে আমাদের জানতে হবে হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় সে সম্পর্কে। তো চলুন,হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই প্রশ্নের মাধ্যমে জানি হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় সে সম্পর্কে।

অনেক কারণে শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে ।তাই রক্তশূন্যতা দেখা দিলেই যে রক্ত দিতে হবে এমনটা নয়। প্রথম অবস্থায় রক্তশূন্যতার কারণ নির্ণয় করতে হবে তার পরিস্থিতি অনুযায়ী রক্ত দিতে হবে। তবে হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় এ বিষয়টি জানার আমাদের খুবই জরুরী। হিমোগ্লোবিনের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় কম হয়ে থাকে তাহলে পরী সঞ্চালনের প্রয়োজনীয়তা দেখা দেয় ।একজন বয়স্ক পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিনের সঠিক ও স্বাভাবিক মাত্রা হলোঃ ১৪ থেকে ১৮ এবং ১২ থেকে ১৬ ডেসিলিটার। মাস বয়সী পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের সঠিক মাত্রা হল পুরুষদের জন্য ১২.০৮ থেকে ১৪.৯ এবং মহিলাদের ক্ষেত্রে ১১.৭ থেকে ১৩.৮ ডেসিলিটার তবে শরীর এবং বয়সের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম বেশি হতে পারে।

আরো পড়ুনঃগর্ভাবস্থায় প্রথম ৩ মাস যে সকল খাবার খাওয়া ভালো

সার্জারির আগে যদি শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ৮ডেসি লিটার বা এর কম থাকে তাহলে সে ক্ষেত্রে অবশ্যই রোগীকে রক্ত দিতে হয়। তাছাড়া দীর্ঘদিন শরীরে রক্তশূন্যতা থাকলে অর্থাৎ দীর্ঘদিন হিমোগ্লোবিনের মাত্রা ৭ ডিসি লিটার বা তার চেয়েও কম থাকলে। সে ক্ষেত্রে শরীরে রক্ত পরিস সঞ্চালন বা রক্ত দিতে হয়। তো বন্ধুরা আশা করছি হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় এ সম্পর্কে বুঝতে পেরেছেন।

হিমোগ্লোবিনের অভাবে কোন কোন রোগ হয়

প্রত্যেকটি মানুষের শরীরে হিমোগ্লোবিন সঠিক মাথায় থাকা খুবই গুরুত্বপূর্ণ ।কারণ হিমোগ্লোবিন কমে গেলে শরীরে দেখা দেয় বিভিন্ন ধরনের অসুখ এবং জটিলতা। তাই আমরা আজকে জানবো ,হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই আর্টিকেলটির মাধ্যমে হিমোগ্লোবিনের অভাবে কোন কোন রোগ হয় সে সম্পর্কে। হিমোগ্লোবিনের অভাবে যে সকল রোগ হয়ে থাকে নিম্নের সে সম্পর্কে আলোচনা করা হলোঃ

  • মাথা ঘোরাও মাথাব্যথা
  • হাত-পা ঝিমঝিম করা
  • রক্তশূন্যতা
  • রক্তশূন্যতার কারণে শরীর ফেক আসে হয়ে যাওয়া
  • শরীর দুর্বল ও ক্লান্ত লাগা
  • হার্টবিট বেড়ে যাওয়া এবং এর কারণে বুক ধরফর করা
  • ঘামের পরিমাণ বেড়ে যাওয়া
  • চোখে কম দেখা ও ঝাপসা দেখা
  • শ্বাসকষ্ট হওয়া
  • ঘুম না হওয়া
  • হজম প্রক্রিয়া সঠিক না থাকা
  • শরীরের হাত পা ফুলে যাওয়া

রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে বিভিন্ন জটিলতা সহ দেখা দেয় অনেক ধরনের অসুখ। তাই আমাদের হিমোগ্লোবিনের মাত্রা ব্যাপারে সচেতন থাকতে হবে। আর এ কারণে রক্তের হোমোগ্লোবিনের মাত্রা কমে গেলে, সেক্ষেত্রে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ সেবনের প্রয়োজন পড়ে। তাই আমাদের জানা প্রয়োজন রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এর নাম সম্পর্কে।হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই আর্টিকেলটির মাধ্যমে চলুন বন্ধুরা জেনে নেই রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এর নাম গুলো কি কিঃ

আরো পড়ুনঃ এন্টিবায়োটিক খেলে শরীরে যেসব ক্ষতি করে জেনে নিন

  • Normanal
  • Hemorif Ds
  • Hemorif
  • Pilestop
  • Hemonor
  • Alvenor450mg+50mg
  • Dioren450mg+50mg
  • Ipilex
  • Defrol450mg+50
  • Alvenor900+100mg

শেষ কথা

হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ এই পোস্টটি পড়ার মাধ্যমে অবশ্যই আপনারা হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় সে সম্পর্কে এবং রক্তে হিমোগ্লোহন বৃদ্ধির উপায় ,হিমোগ্লোবিনের অভাবে কোন কোন রোগ হয় ,হিমোগ্লোবিন কম হওয়ার কারণ, হিমোগ্লোবিন কি কাজ করে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমাদের পেজটি ফলো করবেন।-ধন্যবাদ

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url