নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা
নিজেকে নিয়ে কিছু উক্তি
বন্ধুরা আমরা নিজেকে নিয়ে কিছু উক্তি সম্পর্কে জানব,নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই পোষ্টটির মাধ্যমে। আসুন নিম্নে জেনে নেই নিজেকে নিয়ে কিছু উক্তি সম্পর্কে।
আরো পড়ুনঃ এন্টিবায়োটিক খেলে শরীরে যেসব ক্ষতি করে জেনে নিন
- শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম। কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ বা ভয় নেই।-উইলিয়াম পেন
- সব মানুষকে লক্ষ্য করো, বিশেষ করে নিজেকে সবচেয়ে বেশি।-বেনজামিল ফ্রাঙ্কলিন
- ভালো কেউ না হয়।-কনফুসিয়াম
- পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য লাভ করা।-ওয়াডো এ মারসন
- নিজেকে জানো, নিজেকে গ্রহণ করো ,নিজেকে ভালোবাসো- তুমি যেখানেই থাকো বা যাই করো না কেন।-ইয়ানলা ভাঞ্জান্ট
- মানুষের আগে নিজেকে জানা উচিত তারপর পৃথিবী ও সৃষ্টিকর্তাকে জানা আবশ্যক।-পিথাগোরাস
- নিজেকে জানা একটি ভালো উক্তি, তবে সব পরিস্থিতিতে নয় ।অন্য ক্ষেত্রে এটা বলায় শ্রেয় যে অন্যকে জানো।-মেনাডর
- নিজেকে জানতে শুরু কর, যে নিজের সম্পর্কে অধ্যায়ন করে সে নিজের সাফল্য খুব সহজে ধরে ফেলে। -এন্ড্রি গাইড
- যখন তুমি নিজেকে জানো তখন তুমি ক্ষমতা প্রাপ্ত আর যখন নিজেকে গ্রহণ করো তখন তুমি অপরাজেয়।-সংগৃহীত
- অন্যকে জানা হলো জ্ঞান অর্জন করা আর নিজেকে জানা হলো জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করা।-লাউ জু
- নিজেকে জানা হলো জ্ঞান অর্জনের প্রথম ধাপ।-সক্রেটিস
নিজেকে নিয়ে কিছু কথা
নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানব নিজেকে নিয়ে কিছু কথা এ প্রসঙ্গে। আসুন নিম্নে এ সম্পর্কে জেনে নিই।
- নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে নিজেকে কখনো ধোঁকা দেওয়া যায় না। কারণ আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু।
- যে মানুষ নিজেকে সবার আগে প্রাধান্য দেয়। সে কখনোই ঠকে যায় না।
- পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আগলে রাখুন। না হলে প্রতিটি মানুষ এসে আপনার হৃদয় ভেঙে দিয়ে যাবে।
- আমি যা আছি তাই নিয়ে নিজেকে ভালো রাখতে চাই। পৃথিবীর কেবলমাত্র আমাকে ভাল এবং মন্ত্র হিসেবে পরিচয় করিয়ে দেয়।
- নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মাঝে নিজের মুখোমুখি হওয়া উচিত। আবেগ যেখানে গ্রাস করে বিবেক সেখানে জেগে ওঠে।
- আমি যখন বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসি। সেদিন থেকে আমি নিজে নিষ্পাপ নিজেকে হারিয়ে ফেলেছি।
- আমি যা আছি তাই নিয়ে নিজেকে ভালো রাখতে চাই। পৃথিবী কেমন মতো আমাকে ভালো এবং মন্দ হিসেবে পরিচয় করিয়ে দেবে।
- কোন কৃত্রিম বৈশিষ্ট্য নিয়ে নিজেকে সাজাতে চাই না ।আমি নিজেকে আয়নায় দেখতে চাই এবং অনিন্দ্য রূপে।
- নিজেকে নিয়ে কখনো বাজি ধরবেন না ।আপনি শুধুই আপনার ।অন্য কারো জন্য নিজের অস্তিত্বকে সংকটে ফেলবেন না।
- আমি পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে নিজেকে মনে করি ।কারণ আমি শুধু আমার মত অন্য কারো মত নয়।
- আমরা প্রায় সময় কাউকে ভালবেসে নিজেকে বিলিয়ে দেই। অথচ উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য গড়ে তোলা।
- আমি সবার আগে নিজের দিকটাকে তুলে ধরার চেষ্টা করি ।তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোন প্রয়োজন নাই।
- বেঁচে থাকার জন্য অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ।নিজেকে নিয়ে যে যত বেশি ব্যস্ত সে তত বেশি সুখী।
- আশেপাশের সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে নিজেকে সান্ত্বনা দিন ।শেষ পর্যন্ত আপনি আপনার পাশে আছেন।
- নিজের সবটুকু নিয়ে নিজেকে ভালবাসতে চাই। কারণ যে নিজেকে ভালবাসে তার প্রত্যাশা তত কম।
- কারো স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া কখনোই মহান ব্যাপার নয়। বরং এটা চরম একটা বোকামি।
- যদি ভালোবাসা তালিকা করতে বলা হয় তাহলে সবার উপরে নিজেকে রাখুন। কারণ আপনার ভালোবাসার পাবার অধিকার শুধু আপনার।
- মাঝে মাঝে নিজেকে ট্রিট দিন ।মাঝে মাঝে একা একা ঘুরে বেড়ান এবং কিছু খাবার খান আপনার অবশ্যই ভালো লাগবে।
নিজেকে নিয়ে ফেসবুক ক্যাপশন
নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই আর্টিকেলটির মাধ্যমে এখন আমরা জানব নিজেকে নিয়ে ফেসবুক ক্যাপশন সম্পর্কে।
আরো পড়ুনঃ ফ্রিডম ইনটিমেট এন্টিব্যাকটেরিয়াল ওয়াশ সম্পর্কে জানুন
- কারো জন্য নিজেকে বদলে কোন লাভ হয় না। বদলাতে হলে নিজের জন্যই নিজেকে বদলান ।কারণ সে সারা জীবন না থাকতে পারে ।কিন্তু আপনি আপনার মধ্যে সারা জীবনই থাকবেন।
- আপনি কে হন এবং আপনি কি অনুভব করবেন তা প্রকাশ করুন। কারণ যারা আপত্তি করে তাদের কিছু আসে যায় না এবং যারা বিষয়টি নিয়ে বিবেচনা করে তারা আপত্তি করে না।
- নিজেকে ভালো রাখার সর্বকৃষ্ট উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকায় এবং কারো কাছে কোন প্রত্যাশা না করা।
- আমরা ভেতর থেকে যেভাবে বদলাই,সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতার বদলে যায়।
- কারো চাপে আমরা কখনো কারো ক্লান্ত হয়ে পড়ি না ।আমরা ক্লান্ত হয়ে পড়ি দুর চিন্তা, হতাশা এবং বিরক্তকরণ বসত।
নিজেকে নিয়ে স্ট্যাটাস
এখন আমরা জানবো নিজেকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে। তো চলুন বন্ধুরা জানি নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই আর্টিকেলটির মাধ্যমে নিজেকে নিয়ে স্ট্যাটাস।
- একজন সত্যিকারের বিচারক শুধু অন্যকে বিচার করেন, অন্যের থেকে বেশি সে নিজেই বিচার করে।
- অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের। তবে নিজের কাছে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উঁচু মানের অনুভূতি।
- তুমি যদি না জানো যে তুমি কি চাও, তবে অন্যরা তোমাকে সেভাবে চাইবে তারা যা জানে ।তাই তোমার অবশ্যই নিজেকে জানা উচিত।
- শত্রু এবং নিজেকে খুব ভালোভাবে জেনে রাখো।
- নিজের সত্তা নিজের মধ্যে খুব ভালোভাবে লুকানো থাকে ।সব খনির মধ্যে একটি সবচেয়ে নিচে অবস্থান করে।
- নিজেকে জানার সংকল্প করো, আর জেনে রাখো। যে নিজেকে খুঁজে পায় সে দুর্দশা হারিয়ে ফেলে।
- তিনটি জিনিস আছে যা খুবই শক্ত -স্টিল ,ডায়মন্ড আর তৃতীয়টি নিজেকে জানা।
- যে বাইরে তাকায় সে শুধু স্বপ্নই দেখতে থাকে ।আর যে নিজের দিকে তাকায় সে জেগে উঠে সক্ষম হয়।
- আমরা জানি যে আমরা কি ।তবে আমরা জানি না যে আমাদের কি হওয়ার ক্ষমতা আছে।
- মানুষের সবার শুরুতে যা জানতে হবে তা হলো নিজেকে। নিজেকে জানলে সে একজন দর্শকের মত নিজের সবকিছু খেয়াল করতে পারবে।
নিজেকে নিয়ে কবিতা
বন্ধুরা এখন আমরা আলোচনা করব নিজেকে নিয়ে কবিতা। নিজেকে নিয়ে কবিতা শুনতে কার নাই ভালো লাগে তো চলুন জেনে নেই,নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই আর্টিকেলটির মাধ্যমে।
-
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও।
আমি চিরদিনই তোমারিত থাকবো, তুমি আমার আমি তোমার এ মনে কি আছে, পারো যদি খুঁজে নাও, আমি তোমাকেই বুকে ধরে রাখবো ,তুমি আমার ,আমি তোমার ;আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও।
-
মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে, আমিও
ছায়ার মত মিলিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনদিনও।
-
আমার নাম আন্টিনি কাজের কিছু শিখিনি ।লার্নিং কিংবা পেন্টিং ওর সিঙ্গিং আমি আজকের
দুনিয়াতে গুড ফর নাথিং।
-
হেরে গেলাম শেষে দেখি আমার কাছে আমি, আজ থেকে আর ভালোবাসা নাম নেব না আমি।
একা একা পথ চলা ,একা একা কথা বলা ,হাজার মানুষের ভিড়ে মিশে, ভোরের কোলাহল ঘুমের শেষে, দুচোখ আজও খুঁজে ফিরে ফিরে আসা ছেলে বেলা।
আমি যে ছিলাম এই গ্রামেতেই
হয়তো আমাকে কারো মনে নেই
এই মাটিতে জন্ম আমার তাইতো ফিরে এলাম আবার।
- নিজেকে প্রশ্ন করো বদলেছে তুমি নাকি আমি? জানি উত্তর পাবো না তবু বলি, শুভরাত্রি;
ঘুমিয়ে পড়ো তুমি।
- কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী ,কেউ বা
ব্যারিস্টার ,কেউ চায় রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন, আমি ভবঘুরে হব এটাই আমার
অ্যাম্বিশন, নিজেকে হারিয়ে খুজি তোমারি নয়ন মাঝে, চাহিতে পারিনি কিছু চাহিয়া
মরিজে লাজে।
শেষ কথা
বন্ধুরা এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে যদি নিজেকে নিয়ে কিছু উক্তি, কিছু কথা, ফেসবুক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এই আর্টিকেলটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নিয়মিত আমাদের পেজটি ভিজিট করবেন।-ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url