চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম


চুলকানির সমস্যা যে কারো হতে পারে এর কারনে রেস, লালচে ভাব ,ফুলে ওঠা দেখা দিতে পারে। তাই আজ আমরা আলোচনা করব ,চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম সম্পর্কে। কারণ চুলকানি একবার শুরু হলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। চুলকানির কারণে অনেকেই খুব কষ্ট পায়। তাই এ থেকে মুক্তি পেতে অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকে। তাই আজকে চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটির মাধ্যমে আমি এমন কিছু উপায় আপনাদের কাজে নিয়ে আসবো যার মাধ্যমে চুলকানি নিমিষেই শেষ হয়ে যাবে।

আর আপনারা চুলকানি থেকে পরিতান পাবেন।চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটির মাধ্যমে আমি আরো আলোচনা করব চুলকানির ট্যাবলেট এর নাম ও চুলকানির ক্রিমের নাম সম্পর্কে। তো বন্ধুরা বিস্তারিত জানতে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই পোস্টে মাধ্যমে আপনারা চুলকানি দূর করার কার্যকারী উপায় সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে জেনে নেই বিস্তারিত।

চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায়

হঠাৎ করে এলার্জি ছাড়াই অনেক সময় হাত-পায়ে চুলকানি শুরু হতে পারে। এটি যদিও সাধারণ ব্যাপার কিন্তু যখন এটি বাড়াবাড়ি পর্যায় চলে যায় তখন একে চুলকানি নাম দেওয়া হয়। সংবেদনশীল ত্ব ক যাদের তারা চুলকাতে চুলকাতে কত বা লাল করে ফেলে। আর এ থেকে রেখা রক্ষা পেতে আমরা বিভিন্ন ধরনের ক্রিম বা মলম ব্যবহার করে থাকি। তবে কিছু ঘরোয়া উপায় আমাদের জন্য বেশ কার্যকর।চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটির মাধ্যমে চলুন জানি চুলকানি দূর করার আটটি কার্যকারী উপায় সম্পর্কে।

আরো পড়ুনঃ হিমোগ্লোবিন কত হলে রক্ত দিতে হয় - রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ

লেবু

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ব্লিসিং উপাদান ।যা ত্বকের চুলকানি দূর করে থাকে। ত্বকের যে স্থানের চুলকানি অনুভূত হবে সেখানে লেবুর রস লাগিয়ে তা শুকিয়ে নিন ।দেখবেন কিছুক্ষণ পর চুলকানি থেমে যাবে।

অ্যালোভেরা

সৌন্দর্যচর্চার জন্য এলোভেরার উপকারিতা কথা আমরা সবাই জানি। এ ছাড়াও এটি চুলকানি প্রতিরোধ করতেও বেশ কার্যকরী। একটি তাজা এলোভেরা পাতা থেকে রস বের করে চুলকানির স্থানে লাগিয়ে রাখুন ।চুলকানি দ্রুত সেরে যাবে।

বেকিং সোডা

চুলকানি দূর করতে বেকিং সোডা খুবই কার্যকরী। পানি ও বেকিং সোডা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন ।এবং যেখানে চুলকানি হয় সেখানে এই পেজটি লাগান। দেখবেন চুলকানি কমে গেছে । আবার বেকিং সোডা দিয়ে আপনি চাইলে গোসলও করতে পারবেন ।এজন্য বড় একটি বালতিতে এক থেকে দুই কাপ বেকিং সোডা মেশাতে হবে ।বেকিং সোডা মেশানো পানিতে কমপক্ষে ৩০ মিনিট শরীর ভিজিয়ে রাখুন ।তারপর তা শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ।এতে শরীরে চুলকানি দূর হবে।

নারিকেল তেল

নারীকে তেল আমাদের ত্বকে ব্যবহারের জন্য খুবই উপকারী এবং নিরাপদ। এটি পোকামাকড়ের কামড় বা যে কোন প্রকার চুলকানি অথবা অন্য কোন কারণে ত্বকে চুলকানি হলে সেখানে এই তেলটি লাগান। এতে চুলকানি থেকে পরিতান পাওয়া যায়। যদি পুরা শরীরে চুলকানি হয়ে থাকে তাহলে পুরা শরীরে নারিকেল তেল লাগাতে পারেন। আবার কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসল করতে পারেন।

পেট্রোলিয়াম জেলি

আপনার যদি সেনসিটিভ ত্বক হয়ে থাকে, তাহলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। কারণ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই ।শরীরের যে কোন অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।

তুলসী

আপনি চুলকানি থেকে মুক্তি পেতে তুলসী ব্যবহার করতে পারেন। কয়েকটি তুলসী পাতা থেতলে নিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে তা পুরো শরীরে মালিশ করতে পারেন ।এতে করে আপনি চুলকানি থেকে মুক্তি পেয়ে থাকবেন। আবার এই পদ্ধতি শরীর থেকে ফাঙ্গাস অপসারণে সাহায্য করে থাকে।

চন্দন কাঠের ব্যবহার

চন্দন শরীর থেকে চুলকানির সমস্যা দূর করে এবং এটি ত্বকের জন্য খুবই কার্যকরী। তাই যে সকল স্থানে আপনার চুলকানি হয়। সেসকল স্থানে চন্দনের পেস্ট লাগাতে পারেন।

নিম

নিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী উপাদান। তবে চুলকানি থেকে বাঁচতেও আপনি নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমপাতা পিষে আক্রান্ত স্থানে লাগান ।এ থেকে আপনি দ্রুত পরিতান পাবেন।

চুলকানির ট্যাবলেট এর নাম

চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটির মাধ্যমে আমরা জানবো চুলকানির ট্যাবলেট এর নাম সম্পর্কে। নিম্নে চুলকানি ট্যাবলেট এর নাম গুলো উল্লেখ করা হলোঃ

  • Oradin
  • Alatrol
  • Darma50
  • Sendno
  • Atara*25mg

এলার্জি জনিত চুলকানির ঔষধ এর নাম

  • Cetrizine
  • Diphenhydramine
  • Loratadine
  • Desloratadine
  • Frxofenadin

চুলকানির ঔষধ মলম

চুলকানির ঔষধ মলম এর নামগুলো নিম্নে আলোচনা করা হলোঃ

  • Fungin
  • Fungin-B
  • Pevisone
  • Antifungal Cream
  • Fungidal-HC

চুলকানি দূর করার ক্রিমের দাম কত

চুলকানি দূর করার জন্য আমরা অনেকেই চুলকানি দূর করার ক্রিমের দাম কত সে সম্পর্কে জানতে চাই। চুলকানি দূর করার ক্রিমের দাম মূলত সর্বনিম্ন ৪৩ টাকা থেকে শুরু করে ২০০টাকা পর্যন্ত হয়ে থাকে। চুলকানি দূর করার পেভিসন এই ক্রিমের দাম ৭০ টাকা। লরিক্স ক্রিমের দাম ৬০ টাকা। এবং পিভিসিয়া ক্রিমের দাম ৪৩ টাকা। অর্থাৎ আপনারা যদি চুলকানি দূর করার ক্রিম কিনতে চান তাহলে ৪৩ টাকা থেকে ২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

চুলকানির জন্য কোন ক্রিম ভালো

চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটির মাধ্যমে চলুন জানি চুলকানির জন্য কোন ক্রিম ভালো সে সম্পর্কে। চুলকানি দূর করা সবচেয়ে কার্যকরী ক্রিমের নামটি হল পেভিসন ।

আরো পড়ুনঃ অবিবাহিত মেয়েদের মাসিক বন্ধ হওয়ার কারণ

যেটি দুই থেকে তিন দিন ব্যবহারেই দাদ বা চুলকানি অনেক কমে যায়। এই ক্রিমসহ আরো অনেক ক্রিম রয়েছে যেগুলো ডাক্তাররা চুলকানি দূর করার জন্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। তো আপনারা চাইলে চুলকানির জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন।

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

আমাদের চুলকানি বিভিন্ন স্থানে হয়ে থাকে। তার মধ্যে রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম হলোঃ

  • কটিসোন ক্রিম
  • পেভিসন
  • ডামাসল
  • ক্যালসিনেউরিন ইনহিবিটারস
  • এন্টিডিপ্রেসাল্টস
  • লিডক্যানি একটি জেল

এই ক্রিমগুলো ব্যবহারের ফলে আপনার রানের চুলকানি থেকে মুক্তি পেয়ে থাকবেন।

দাদ চুলকানি দূর করার ক্রিম

যে সকল ক্রিম ব্যবহার করলে দাঁত চুলকানি খুব সহজে দূর করে থাকে। সে সকল ক্রিমের নাম নিম্নে দেওয়া হলঃ

  • Pevisone
  • Fungidal-HC
  • Pevisia
  • Fungison
  • Lulifin
  • Avison
  • Lorix
  • Clotrimazole

এই ক্রিমগুলো ব্যবহার ফলে আপনার দাদ চুলকানি ভালো হয়ে যাবে।

এলার্জি জনিত চুলকানির ঔষধ এর নাম

চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো এলার্জি জনিত চুলকানির ঔষধ এর নাম গুলো কি কি সে সম্পর্কে। নিম্নে এলার্জি জনিত চুলকানির ঔষধের নাম দেওয়া হল।

  • Cetrizine
  • Diphenhydramine
  • Loratadine
  • Desloratadine
  • Frxofenadin

যৌনিতে চুনকানি দূর করার ক্রিমের নাম

কিছু কিছু গবেষণায় দেখা গেছে অনেক মেয়েরা যৌনিতে চুলকানির সমস্যায় ভুগে থাকেন। কিন্তু লজ্জার কারণে তারা ডাক্তারদের কিছু বলতে পারেন না। আর এ কারণে আজ আমি আপনাদের জানাবো যোনিতে চুলকানি দূর করার ক্রিমের নাম গুলো। নিম্নে সম্পর্কে আলোচনা করা হলোঃ

আরো পড়ুনঃ লো প্রেসার কি - লো প্রেসার এর লক্ষণ ও চিকিৎসা

  • Metronidazole Vaginal Gel
  • Pevisone Cream
  • Hydrocortisone Cream
  • Clobestasol Cream/Ointment

আর এই সকল ক্রিমগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যোনির চুলকানি থেকে রক্ষা পাবেন। তাছাড়াও যৌন চুলকানির জন্য বেশ কিছু ট্যাবলেট রয়েছে যা  দুই থেকে পাঁচ দিন খেলে আপনারা যোনি চুলকানি সম্পূর্ণভাবে সেরে যাবে।

শেষ কথা

চুলকানি দূর করার ৮ টি কার্যকরী উপায় - চুলকানির ট্যাবলেট এর নাম এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো। এই পোস্টটিতে আমি আলোচনা করেছি চুলকানি দূর করার৮ টি কার্যকারী উপায়, চুলকানির ট্যাবলেট এর নাম সহ চুলকানি ট্যাবলেট এর ক্রিম আরো অনেক বিষয় নিয়ে। তো আপনারা যদি মনোযোগ সহকারে এই পোস্টটি পড়ে থাকেন তাহলে চুলকানি ব্যাপারে অনেকটাই জানতে পারবেন। আমাদের পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন।-ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url