কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম


বন্ধুরা আজকে আমি আলোচনা করব ,কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম নিয়ে। যাদের বাতের ব্যথা রয়েছে তাদের কাছে কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা বাতের ব্যথায় ভুগছেন তারা এটা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক উপায় করছেন। আর আমি আজ তাদের জন্য নিয়ে এসেছি ,কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম।

তো বন্ধুরা যারা জানতে চান যে কি খেলে ভাতের ব্যথা বাড়ে আর কি খেলে ভাতের ব্যথা কমে এবং বাতের ব্যথার ওষুধের নাম সম্পর্কে। তারা আমার কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। বন্ধুরা আপনাদের সময় আর নষ্ট না করি জেনে নেই ,কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম সম্পর্কে।

বাতের ব্যথা কি

আর্থাইটিস এর বাংলা অর্থ হল বাত। বাত হল দীর্ঘস্থায়ী অবস্থা যা জয়েন গুলির ব্যথা এবং প্রবাহ দৃঢ়তা দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। 

আরো পড়ুনঃ সিজারের পর ইনফেকশনের লক্ষণসমূহ - সিজারের পর খাবার তালিকা

আর্থাইটিস মূলত ১০০ টির ও বেশি বিভিন্ন বাত জনিত রোগ এবং অবস্থা একটি গোষ্ঠীকে বোঝায়। যা জয়েন্ট গুলির পার্শ্ববর্তী টিস্যু এবং অন্যান্য সংযোগকারী টিস্যুকে প্রভাবিত করে থাকে।

বাতের ব্যথার রোগের কারণ

আমরা এ পর্যায়ে বাত ব্যথা রোগের কারণ গুলো সম্পর্কে জানব।তো চলুন বন্ধুরা নিম্নে আমরা জেনে নেই বাত ব্যথা রোগের কারণ সম্পর্কে।

  • বয়সঃঅনেক সময় বয়সের কারনে বাত ব্যথা হওয়ার ঝুঁকি বাড়ে।
  • জেনেটিক্সঃ কিছু কিছু মানুষের জেনেটিক্স কারণে বাত ব্যথার প্রবণতা দেখা দেয়।
  • সংক্রমণঃ এমন কিছু সংক্রামন রয়েছে যেমন লাইম ডিজিজ, প্রদাহ জনক আর্থাইটিসকে ট্রিগার করতে পারে। আর এ সকল আর্থাইটিসকে প্রক্রিয়াশীল বাত বলা হয়।
  • জয়েন্টে আঘাতঃ অনেক সময় জয়েন্টে আঘাত কিংবা ফ্যাকচার এর কারণে বাত ব্যথার সম্ভাবনা বাড়ে।
  • পেশাগত বিপত্তি
  • হরমোন জনিত কারণ
  • বিপাকীয় ব্যাধি
  • স্থূলতা
  • অটোইমিশন ডিসঅর্ডার

বাত ব্যথার লক্ষণ

বন্ধুরা এবার আমরা জানবো বাত ব্যথার লক্ষণগুলো সম্পর্কে। তো চলুন নিম্নে বাত ব্যথার লক্ষণ গুলো সম্পর্কে জেনে নেইঃ

  • জয়েন্টে ব্যথা
  • জয়েন্টে লাল ভাব
  • জয়েন্টের বিকৃতি
  • পেশির দুর্বলতা
  • ক্লান্তি
  • গতির সীমিত পরিসর
  • জয়েন্ট ফুলে যাওয়া
  • জয়েন্ট এর শক্ততা
  • দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে অসুবিধা
  • আক্রান্ত জয়েন্টের চারপাশে উষ্ণতা
  • জয়েন্ট সরানো হলে ক্যাপিটাস

বাতের ব্যথা থেকে মুক্তির উপায়

বন্ধুরা আপনারা কি বাপের ব্যাথা থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে চান। তো চলুন বন্ধুরা জেনে নেই বাতের ব্যথা থেকে মুক্তির উপায় গুলো কি কিঃ

  • ওজন নিয়ন্ত্রণ করুন
  • চিকিৎসা নিন
  • স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখুন
  • শিথিল করণ কৌশল অনুশীলন করুন
  • বিকল্প থেরাপির চেষ্টা করুন
  • সহায়ক ডিভাইসগুলি ব্যবহার করুন
  • তাপ বা ঠান্ডা লাগান
  • নিয়মিত ব্যায়াম করুন
  • সমর্থন সন্ধান করুন
  • পর্যাপ্ত বিশ্রাম নিন

বাতের ঔষধের নাম

এখন আমরা জানবো বাতের ঔষধের নাম সম্পর্কে। নিম্নে বাতিল ঔষধের নাম গুলো দেওয়া হলোঃ

আরো পড়ুনঃ হার্টের রোগীর খাবার তালিকা - হার্টের জন্য ক্ষতিকারক খাবার

  • Rediflix Tablet
  • Zolfin Tablet
  • Flexi Tablet
  • Diclofen 50 Tablet
  • Reservix Tablet
  • Mervan Tablet
  • Indomet Tablet

কি খেলে বাতের ব্যথা বাড়ে

বাতের ব্যথা বাড়ার জন্য খাবার অনেক সময় দায়ী হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা কি জানতে চান কি খেলে বাতের ব্যথা বাড়ে। চলুন নিম্নে জেনে নেইঃ

  • ধূমপান করলে।
  • লাল মাংস খেলে।
  • লবণ খেলে।
  • ওমেগা ৬ ও ওমেগা ৩ খেলে।
  • টমেটো ,লেবু, আমড়া জাতীয় ফল খেলে।
  • শিকড় জাতীয় খাবার খেলে।
  • অতিরিক্ত চিনি খাওয়া বাতের ব্যথা বৃদ্ধির অন্যতম কারণ।
  • গ্লুকোজ সমৃদ্ধ খাবার যেমন গম বার্লির মত দানা শসতে থাকে এক ধরনের প্রোটিন যা বাতের ঝুঁকি বাড়ায়।

বাতের ব্যথা হলে কি করা উচিত

বন্ধুরা আপনারা কি বাতের ব্যথা থেকে রেহাই পেতে চান ।তাহলে জেনে নিন বাতের ব্যথা হলে কি করা উচিত সে সম্পর্কে।

আরো পড়ুনঃপুরুষের যৌনাঙ্গে ইনফেকশন এর কারণ,লক্ষণ ও চিকিৎসা

  • বাতের ব্যথা থেকে রেহাই পেতে নিয়মিত ব্যায়াম করুন।
  • পর্যাপ্ত পরিমান বিশ্রাম করুন।
  • সহায়ক যন্ত্রপাতি ব্যবহার করুন।
  • ঠান্ডা কিম্বা গরম ছ্যাঁক দিতে পারেন ।

শেষ কথা

বন্ধুরা আপনাদের কাছে কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম এই আর্টিকেলটি কেমন লাগলো।কি খেলে বাতের ব্যথা বাড়ে - বাতের ঔষধের নাম আর্টিকেলটিতে আজ আমি আলোচনা করেছি,বাতের ব্যথা কি,বাতের ব্যথার রোগের কারণ,বাত ব্যথার লক্ষণ,বাতের ব্যথা থেকে মুক্তির উপায়,বাতের ঔষধের নাম,কি খেলে বাতের ব্যথা বাড়ে,বাতের ব্যথা হলে কি করা উচিত সে সম্পর্কে। আশা করছি বন্ধুরা, আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন।-ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url