আল্লাহর ৯৯ টি নাম বাংলায় জানুন


আমরা আল্লাহর ৯৯ টি নাম সম্পর্কে জানলেও, অনেকেই সেই নামগুলোর অর্থ, ফজিলত সম্পর্কে জানিনা। আবার অনেকে আল্লাহর ৯৯ টি নাম বাংলায় জানিনা। তাই আজকের এই পোষ্টির মাধ্যমে আমরা আল্লাহর ৯৯ টি নাম বাংলায় জানব সেই সাথে জানবো আল্লাহর নামের অর্থ এবং ফজিলত সম্পর্কেও।

ইসলাম ধর্ম মতে কোরআন ও হাদিসে আল্লাহর কতগুলো গুণবাচক নাম রয়েছে। আর সেই নাম গুলো আসমাউল হুসনা নাম হিসেবে পরিচিত। তাহলে আসুন বন্ধুরা নিম্নে আমরা জেনে নেই আল্লাহ তাআলা ৯৯ টি নাম এবং এর অর্থ ও ফজিলত সম্পর্কে।

আল্লাহর ৯৯ টি নামের গুরুত্ব

ঈমানের স্তম্ভ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর ৯৯ টি নামের ওপর ইমান আনা। এছাড়াও রোকন গুলোর মধ্যে আরো হচ্ছে আল্লাহর অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ঈমান আনা। তিনি আমাদের রব তিনি একমাত্র সর্ব স্রষ্টা এবং তিনি যে একমাত্র ইবাদতের দাবিদার তার উপরও ঈমান আনতে হবে।

ইসলাম ধর্ম মতে কোরআন ও হাদিসে আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম রয়েছে যেগুলো আসমাউল হুসনা নাম হিসেবে পরিচিত। আল্লাহর সেই গুণবাচক নামগুলো খুবই অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। মানুষ যদি তাদের দুঃখ-বেদনা ,কষ্ট ,পেরেশানি, দুশ্চিন্তা ,জটিলতা ইত্যাদির সম্মুখীন হয়ে পড়েন এবং আল্লাহর সেই নাম ধরে ডাকেন তাহলে আল্লাহ তা দূর করে দেন।

ইসলামে আল্লাহর নাম ও গুণাবলী নাম গুলোর উপর জ্ঞান না থাকলে তা কোন ব্যক্তি বা মোমিনকে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ দেয় না। তাই তো পরিপূর্ণ ঈমানদার এবং আল্লাহর ইবাদতকারী হতে গেলে আল্লাহর গুণাগুনি নামগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার সাধনা করতে হবে। এ কারণেই আল্লাহর ৯৯ টি নামের গুরুত্ব ইসলামের অধিকার।

আল্লাহর ৯৯ টি নাম বাংলায় এর ফজিলত ও আমল

এ পর্যায়ে আসন বন্ধুরা আমরা আল্লাহর 99 টি নাম বাংলায় জেনে নিন সেই সাথে আরও জেনে নেই আল্লাহর ৯৯ টি নামের ফজিলত ও আমল সম্পর্কে।

১। আল্লাহ

আমলও ফজিলতঃ আল্লাহর নামের এতই গুনাগুন যে কোন ব্যক্তি যদি এক হাজার বার "ইয়া আল্লাহ" পাঠ করে থাকেন। তাহলে ইনশাআল্লাহ তার থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একিন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। এবং কোন দুরারোগ্য রোগী যদি "ইয়া আল্লাহ" নামে নিয়মিত পাঠ করতে থাকেন ।তাহলে সে রোগ থেকে মুক্তি পাবে।

২। আর - রহমান

অর্থঃ অসীম দয়ালু, পরম করুণাময়।

ফজিলত ও আমলঃ প্রতি নামাজের পরে যদি কেউ এ নামটি একশতবার পাঠ করে তাহলে তার মন থেকে কাঠিন্য ও অলসতা দূরে সরে যাবে।

৩। আর - রাহিমু

অর্থঃ অতি দয়ালু, বড় মেহেরবান।

আমল ও ফজিলতঃ কেউ যদি প্রত্যেক নামাজে এই নামটি একশতবার পাঠ করে থাকেন তাহলে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যাবে।

৪। আল - মালিকু

অর্থঃ অধিপতি, প্রকৃত বাদশা, সর্ব কর্তৃত্বময়।

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি যদি ফজরবাদ ইয়া মালিকুল অধিক পাঠ করে থাকেন আল্লাহতালা তাকে ধনী করে দেন।

৫। আল - কুদ্দুস

অর্থঃ মন্দ থেকে মুক্ত, নিষ্কলুষ, অতি পবিত্র।

আমল ও ফজিলতঃ যে ব্যক্তি প্রত্যেকদিন দুপুরের সূর্য ঢোলে যাওয়ার আগে ও পরে এই পবিত্র নাম ধরে আমল করে ইনশাআল্লাহ তার অন্তরের সমস্ত রুহানি ব্যাধি দূর হয়ে যায়।

৬। আল -মু' মিনু

অর্থঃ সত্য ঘোষণা কারি, ঈমান ও নিরাপত্তা দানকারী, জামিনদার।

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি যদি ভয় বা সংকটে থাকে আল্লাহর ৯৯ নামটির মধ্যে এই নামটি ধরে যদি ৬৩০বার পাঠ করেন। তাহলে আল্লাহতালা তার সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করে দেন। তাছাড়াও যে ব্যক্তি এই নাম লিখে নিজের সাথে রাখেন আল্লাহ তার জাহেরী ও বাতেনী নিরাপত্তা দান করেন।

৮। আল - মুহাইমিনু

অর্থঃ প্রতিপালনকারী, রক্ষাকারী, অভিভাবক।

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি যদি গোসল করে দুই রাকাত নামাজ পড়ে মনের নিষ্ঠার সাথে ১০০ বার এই নাম পাঠ করে থাকেন তাহলে আল্লাহ তা'আলা তাঁর জাহির ও বাতেন পবিত্র করে থাকেন। আবার কোন ব্যক্তি যদি ১১৫ বার পাঠ করেন ।তাহলে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে।

৯। আল - আজিজু

অর্থঃ অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, পরক্রমশালী, মহাসম্মানিত।

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি যদি ৪০ দিন ৪০ বার এই নাম পাঠ করে থাকেন তাহলে তিনি অন্যের মুখাপেক্ষী করে দেবেন এবং শক্তিমান করবেন। তা ছাড়াও কোন ব্যক্তি যদি ফজরের পর ৪১ বার এই নামটি আমল করেন তাহলে তার অপমানের পর সম্মান লাভ হবে।

১০। আল - জাব্বারু

অর্থঃ অতীত মহিমান্বিত, মহাপ্রতাবশালী , দুর্নিবার।

আমল ও ফজিলতঃ যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই নামটি ২২৬ বার পাঠ করবে সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাবে।

১১। আল - মুতাকাব্বিরু

অর্থঃ অহংকারী ,গৌরবান্বিত ,বড়ত্ব ও মহিমার অধিকারী ,সর্বশ্রেষ্ঠ।

আমল ও ফজিলতঃ যে সকল ব্যক্তি এই নামটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার লুকোচক্ষে সম্মানীয় ও বড় করে রাখবে। আবার কোন ব্যক্তি যদি এই নামটি কোন কাজের প্রথমে বলে থাকে ইনশাআল্লাহ তার কাজের সফলতা আসবে।

১২। ইয়া খালিকু

অর্থঃ সৃষ্টিকর্তা

আমলও ফজিলতঃ কোন ব্যক্তি যদি সাত দিন ১০০ বার করে এই নামের আমল করে ইনশাআল্লাহ আল্লাহ তার সকল বিপদ থেকে মুক্তি করে। আবার এই নামটি যিনি জব করেন আল্লাহ তার যেন এমন একটি ফেরেশতা তৈরি করে দেন যে তার জন্য সর্বক্ষণ ইবাদত করতে থাকেন।

১৩। আল - বারি'উ

অর্থঃ প্রাণ দানকারী

আমল ও ফজিলতঃ কোন বন্ধ্যা নারী যদি সাত দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে একশতবার এই নামটি পড়েন ইনশাআল্লাহ সে সন্তানবতী হবেন।

১৪। আল মুছাওয়িরু

অর্থঃ আকৃতিদানকারী, সুরত দাতা।

আমল ও ফজিলতঃ এই নামটি গুরুত্বপূর্ণ অধিক। এই নামটি যদি কোন স্ত্রী লোক গর্ভবতী হতে চান তাহলে সাত দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে একশত পাঠ করেন তাহলে অবশ্যই গর্ব হতে হবে।

১৫। আল - গাফফারু

অর্থঃ ক্ষমাশীল ও আকৃতি দানকারী

আমল ও ফজিলতঃ যে ব্যক্তির জুম্মার নামাজের পর একশত পর এই নামটির আমল করবেন তার ভেতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে।

১৬। আল কাহহারু

অর্থঃসবকিছু নিয়ন্ত্রণের মালিক

আমল ও ফজিলতঃ যে ব্যক্তি এই নামটি ধরে আমল করবে সেই ব্যক্তির মধ্যে দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে।

১৭। আল ওয়াহহাবু

অর্থঃ সবকিছুর দাতা

আমল ও ফজিলতঃ এই নামটি যে ব্যক্তি পাঠ করবে তার অনাহার ও দারিদ্রতা দূর হবে।

১৮। আর রাজ্জাকু

অর্থঃ মহান রুজিদাতা

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি এই নামটি ১০ বার পাঠ করে তার ঘরের চারকোণায় দশবার ফু দিবেন আল্লাহ তার রিজিকের দ্বার খুলে দেবেন। 

১৯। আল ফাত্তাহু

অর্থঃ মহান বিপদ দূরকারী

আমল ও ফজিলতঃ কোন ব্যক্তি ফজর নামাজ পড়ে দুই হাত বুকের উপর রেখে ৭০ বার এই নামটি পাঠ করবে আল্লাহ তা'আলা তার অন্তরে ঈমানের নূর দীপ্তিমান করে দেবেন।

২০। আল আলিমু

অর্থঃ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী।

আমল ও ফজিলতঃ যে ব্যক্তি বেশি বেশি এই নামটি আমল করবে ইনশাল্লাহ তার নিকট আল্লাহ তা'আলা ইলম ও মা রেফাতের দরজা খুলে দেবেন।

২১। আল কাবি্যু

অর্থঃ রুজি সংকীর্ণকারী

আমল ও ফজিলতঃ যে ব্যক্তি রোজির চার লোক মার ওপর এ নাম লিখে ৪০ দিন পর্যন্ত আহার করবেন সেই ব্যক্তি খুদা তৃষ্ণা যখন যন্ত্রণা ইত্যাদির হাত থেকে মুক্তি পাবে।

২২। আল বাসিতু

অর্থঃ রুজি বৃদ্ধিকারী

আমলও ফজিলতঃ যে ব্যক্তি নামাজের পর আসমানের দিকে হাত তোলে প্রতিদিন দশবার এই নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফেরাবে আল্লাহ তাকে ধনী করে দেবেন সে আর অন্যের মুখ হবে কি হবেন না।

২৩। আল - খাফি্যু

অর্থঃ অবনতকারী

২৪। আর - রাফি'উ

অর্থঃ উচ্চে স্থাপনকারী

২৫। আল - মু'ইজ্জু

অর্থঃ সম্মান দাতা

২৬। আল - মুযিল্লু

অর্থঃ অবমাননাকারী

২৭। আস - সামী'উ

অর্থঃ সবকিছু শ্রবণকারী

২৮। আল - বাছিরু

অর্থঃ সবকিছুর দর্শক

২৯। আল - হাকামু

অর্থঃ মহা বিচারক, চূড়ান্ত হুকুমদাতা, হুকুমদাতা, অটল বিচারক।

৩০। আল - আদলু

অর্থঃ পরিপূর্ণ ইনসাফ কারী।

৩১। আলা -লাতিফু

অর্থঃ সকল গোপন বিষয়ে অবগত ,পরম স্নেহশীল ।

৩২। আল - খাবিরু

অর্থঃ মহাজ্ঞানী ও সতর্ক।

৩৩। আল - হালিমু

অর্থঃ মহা ধৈর্যশীল।

৩৪। আল- আযিমু

অর্থঃ অতীব মহান।

৩৫। আল গাফুরু

অর্থঃ মহা ক্ষমাশীল

৩৬। আশ -শাকু্রু

অর্থঃ মহা মূল্যায়নকারী।

৩৭। আল - আলিয়্যু

অর্থঃ সর্বোচ্চ।

৩৮। আল কাবিরু

অর্থঃ অতীব মহান।

৩৯। আল হাফিযু

অর্থঃ সকলের হেফাজতকারী।

৪০। আল মুকিতু

অর্থঃ সকলের রুজি ও সমমর্যাদা দানকারী।

৪১। আল হাসিবু

অর্থঃ সকলের পর্যাপ্ততাদানকারী।

৪২। আল জালিলু

অর্থঃ মহিমান্বিত।

৪৩। আল কারিমু

অর্থঃ মহান দাতা।

৪৪। আল রাকিবু

অর্থঃ মহান অভিভাবক।

৪৫। আল মুজিবু

অর্থঃ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী।

৪৬। আল ওয়াসি'উ

অর্থঃ প্রশস্ততার অধিকারী।

৪৭। আল হাকিমু

অর্থঃ মহা হেকমতের মালিক

৪৮। আল ওয়াদুদু

অর্থঃবড় স্নেহশীল।

৪৯। আল মাজিদু

অর্থঃ মহা গৌরবমন্ডিতত

৫০। আল বাইছু

অর্থঃ মৃতকে জীবন দানকারী

৫১। আশ শাহিদু

অর্থঃ উপস্থিত ও দর্শন

৫২। আল হাক্কা

অর্থঃ হক ও অবিচল

৫৩। আল ওয়াকিলু

অর্থঃ মহান কার্যসম্পাদনকারী।

৫৪। আল কাবিয়্যু

অর্থঃ মহাশক্তিমান

৫৫। আল মাতিনু

অর্থঃ কঠিন শক্তিধর

৫৬। আল অলিয়্যু

অর্থঃ সহানুভূতিশীল ,সাহায্যকারী।

৫৭। আল হামীদু

অর্থঃ প্রশংসার যোগ্য

৫৮। আল মুহছী

অর্থঃ সবীয় জ্ঞান, গণনায় রক্ষাকারী।

৫৯। আল মুবদি'উ

অর্থঃ প্রথম সৃষ্টিকারী

৬০। আল মঈদু

অর্থঃ দ্বিতীয়বার সৃষ্টিকারী।

৬১। আল মুহ্যী

অর্থঃ জীবন দানকারী।

৬২ । আল মুমীতু

অর্থঃ মৃত্যুদানকারী।

৬৩। আল -হাইয়্যু

অর্থঃ চিরজীবনতো।

৬৪। আল কাইয়্যুম

অর্থঃ সবার রক্ষাকর্তা ও পরিচালক।

৬৫। আল ওয়াজিদু

অর্থঃ সবকিছু পাওয়ার অধিকারী।

৬৬। আল মাজিদু

অর্থঃ শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের অধিকারী।

৬৭। আল ওয়াহেদুল আহাদু

অর্থঃ এক ও একক।

৬৮। আস সামাদু

অর্থঃ অমুখাপেক্ষী।

৬৯। আল কাদিরু

অর্থঃ শক্তিমান

৭০। আল মুক্তাদিরু

অর্থঃ পূর্ণ শক্তির অধিকারী।

৭১। আল মুকাদ্দিমু

অর্থঃ প্রথমে এবং আগে সম্পাদনকারী।

৭২। আল মু'আখখিরু

অর্থঃ পস্তাতে এবং পরে সম্পাদনকারী।

৭৩। আল আউয়ালু

অর্থঃসর্বপ্রথম

৭৪। আল আখিরু

অর্থঃ সর্বশেষ।

৭৫। আজ জাহিরু

অর্থঃ প্রকাশ্য।

৭৬। আল বাতিনু

অর্থঃ গুপ্ত।

৭৭। আল-ওয়ালিউ

অর্থঃ অভিভাবক।

৭৮। আল মুতা' আলী

অর্থঃ সবচেয়ে সুন্দর ও উচ্চ।

৭৯। আল বাররু

অর্থঃ চূড়ান্ত সদ্ব্যবহার কারী।

৮০। আত তাওয়াবু

অর্থঃ অধিক তওবা গ্রহণকারী।

৮১। আল মুনতাকিমু

অর্থঃ প্রতিশোধ গ্রহণকারী।

৮২। আল আফুও

অর্থঃ মহামার্যনাকারী।

৮৩। আল রা'ফুউ

অর্থঃ মহস্নেহ পরায়ন।

৮৪। মালিকুল

অর্থঃ বাদশার বাদশা।

৮৫। যুল জালালি ওয়াল ইকরাম

অর্থঃমাহাত্ম্য ও নেয়ামতের মালিক।

৮৬। আল মুকসি্তু

অর্থঃ আদল ইনসাফ প্রতিষ্ঠাতা কারী।

৮৭। আল জামি'উ

অর্থঃ সবাইকে একত্র কারি

৮৮। আল গানিয়্যু

অর্থঃ বড় অভাবমুক্ত ও বেপরোয়া।

৮৯। আল মুগনী

অর্থঃ অভাবমুক্ত ও ধনী করার মালিক।

৯০। আল মানি'উ

অর্থঃ থামিয়ে দেওয়ার অধিকারী।

৯১। আয - যর

অর্থঃ ক্ষতিসাধনকারী ,উৎপিরনকারী ,যন্ত্রণা দানকারী।

৯২। আন নাফিই

অর্থঃ কল্যাণকারী

৯৩। আন নুর

অর্থঃ পরম আলো

৯৪। আল হাদি

অর্থঃ পথপ্রদর্শক

৯৫। আল বাদীই

অর্থঃ অতুলনীয়

৯৬। আল বাক্কি

অর্থঃ অবিনশ্বর, চিরস্থায়ী।

৯৭। আল ওয়ারিস

অর্থঃ উত্তরাধিকারী।

৯৮। আর রশিদ

অর্থঃ বিচক্ষণ ,সচেতন , সঠিক পথ প্রদর্শক।

৯৯। আস- সবুর

অর্থঃ অধিক ধৈর্য ধারণকারী

শেষ কথা

বন্ধুরা আশা করছি এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে কারণ এই আর্টিকেলটির মাধ্যমে আমি আল্লাহ তাআলার পার্টি নাম সম্পর্কে আলোচনা করেছি। যে সকল বন্ধুরা আল্লাহর ৯৯ টি নাম বাংলায় জানতে চাচ্ছেন ইচ্ছে করলে তারা এই আর্টিকেলটির মাধ্যমে তা জানতে পারবেন। আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের আরো অনেক পোস্ট পেতে আমাদের পেজটি ফলো রাখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url