লিভার নষ্টের লক্ষণ - লিভার ক্যান্সার লক্ষণ সম্পর্কে জানুন
লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ এটি সুস্থ না থাকলে শরীর ও সুস্থ থাকে না। লিভার খাবার হজমের পাশাপাশি শরীর থেকে বজ্র পদার্থ বের করে দেয়। যার কারণে শরীর সুস্থ থাকে। কিন্তু কোন কারণে যদি লিভার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ।তাহলে এর খারাপ প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে, এমনকি মৃত্যুর ঝুঁকি ও বাড়ায়।
লিভার ক্ষতিগ্রস্ত কেন হয়
লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে আঘাত পাওয়া ,দীর্ঘস্থায়ী রোগ, অ্যাকুরেট লিভার ডিজিজ অন্যতম কারণ। লিভারের রোগ যেমন-জ্বর ,পেটের ব্যথা ,হেপাটাইটিস এ বা ই ইত্যাদি রোগের সাথে রোগীকে অসুস্থ করে তোলে। এমনকি পরবর্তীতে রোগীর জন্ডিসও হতে পারে।
লিভার নষ্টের লক্ষণ
লিভার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ এটি সুস্থ না থাকলে শরীর ও সুস্থ থাকে না। লিভার খাবার হজমের পাশাপাশি শরীর থেকে বজ্রপদার্থ বের করে দেয়। যার কারণে শরীর সুস্থ থাকে। কিন্তু কোন কারণে যদি লিভার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ।তাহলে এর খারাপ প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে, এমনকি মৃত্যুর ঝুঁকি ও বাড়ায়। আসুন নিম্নে জেনে নেই নিভার নষ্টের লক্ষণ সম্পর্কে।
ত্বকে চুলকানি
লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হলে উচ্চমাত্রায় পিত্ত লবণ জমতে থাকে ত্বকের নিচে। যার কারণে শরীরে দেখা দেয় চুলকানি। কিন্তু সব ধরনের চুলকানির কারন কিন্তু পিত্ত লবণ নয় , অন্যান্য কারণেও এটি হতে পারে। তাই শরীরে চুলকানি দেখা দিলে আগে এর কারণ খুঁজে বের করতে হবে।
জন্ডিস
জন্ডিস দেখা দিলে চোখের সাদা অংশ হলুদ বর্ণ ধারণ করে। সেই সঙ্গে সঙ্গে প্রসাব ও হলুদ হয়ে যায়। তবে এই লক্ষণগুলো লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। লিভার যখন সুস্থ থাকে তখন বিলিরুপিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে আর এটি হজম প্রক্রিয়ায় অংশ নয়। তারপর বাকি অংশ বোজ্য আকারে মলের সঙ্গে বের হয় । আর লিভার যখন এই বিলিরুবিন শোষণ করতে পারে না তখন শরীরে দেখা দেয় জন্ডিস।
খাবারের প্রতি অনীহা
খাবারের প্রতি যদি আপনার অনীহা দেখা দেয় তবে সতর্ক হোন ।কারণ এটি হতে পারে লিভার নষ্টের লক্ষণ। কারণ খাবার হজমে সাহায্য করে থাকে লিভারে উৎপন্ন পিত্ত রস। লিভার স্বাভাবিকভাবে কাজ না করলে হজমে সমস্যা হয়। আর দেখা দেয় খুদা মন্দা। এর ফলে বমি বমি ভাব হয়, পেটে ব্যথা দেখা দেয়, হঠাৎ ওজন কমে যেতে থাকে।
রক্তপাত
কখনো আপনার কোথাও কেটে গেলে সেই ক্ষতস্থান সুখ্যতে বা নিরাময় হতে যদি সময় লেগে যায়, তাহলে বুঝবেন লিভারের সমস্যা রয়েছে। আর এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
পেট ফোলা
লিভারে যখন প্রোটিন অন্যান্য উপাদান সহ তরল পদার্থের মধ্যে ভারসাম্যতা দেখা দেয় তখন পেট ফুলে যায়। বিশেষ করে নাভির কাছাকাছি স্থানে পেটের আশপাশেও ফুলে যায়।
কালশিটে পড়া
ক্ষতিগ্রস্ত লিভার রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন কম উৎপাদন করে থাকেন ।যার কারণে ত্বকে কালশিটে পড়ে যায়। তাই হালকা আঘাতেও যদি আপনার ত্বকে কালশিটে পড়ে যায় তবে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মুখের দুর্গন্ধ
লিভার ঠিকমতো কাজ না করার কারণে আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। যেমন মাছের বা পচা পেঁয়াজের মত গন্ধ হতে পারে মুখে। আর এটি হয়ে থাকে অতিরিক্ত এমোনিয়া উৎপন্ন হওয়ার কারণে ।
মনোযোগের অভাব
লিভার আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। কিন্তু কোন কারণে যদি বেশি দূষিত পদার্থ বের হতে না পারে ।তবে শরীরে অন্য সব কাজও ব্যাহত হয়। তখন শরীরে টক্সিন জমে যায়। আর যা প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য ও স্থিতিশক্তির ওপর। যার ফলে স্মৃতিশক্তি হ্রাস পায় ,খিটখিটে মেজাজ, একাগ্রতার অভাব, বিভ্রান্তি দেখা দেয়। আপনার যদি এ ধরনের কোনো লক্ষণ হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হোন।
পেট ব্যথা
লিভারের সমস্যা দেখা দিলে শুরু হয় প্রচন্ড পেটব্যথা। আর এই পেট ব্যথা টি উপরের পেট অথবা ডান দিকের পাজরে হয়ে থাকে। আর এই ব্যথাটি কেঁপে কেপে অথবা আসা-যাওয়া করতে থাকে। এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
ক্লান্তি
মানুষ কাজ করলে ক্লান্ত হবে এটা স্বাভাবিক। কিন্তু অল্পতে ক্লান্ত হয়ে পড়লে এটা হতে পারে কোন রোগের লক্ষণ। লিভার আপনাকে সারা দিনের কাজের শক্তি যুগিয়ে থাকে ।কিন্তু লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনি সহজেই ক্লান্ত হয়ে যাবেন।
বমি বমি ভাব বা হজমের সমস্যা
লিভার নষ্টের লক্ষণ হতে পারে বমি বমি ভাব বা হজমের সমস্যা। আর আপনার যদি প্রায়শই এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
ত্বকের রং পরিবর্তন
লিভারের সমস্যা দেখা দিলে কিংবা লিভারে চর্বি জমে গেলে ত্বকের রং পরিবর্তিত হয়ে থাকে। ফলে তক্তার পিগমেন্টেশন হারিয়ে ফেলে আর দেখা দেয় স্পট।
লিভার ক্যান্সার লক্ষণ
আমরা উপরে এতক্ষণ আলোচনা করেছি লিভার নষ্টের লক্ষণ সমূহ নিয়ে। এখন আমরা আলোচনা করব লিভার ক্যান্সার লক্ষণ নিয়ে। যে সকল বন্ধুরা লিভার সমস্যায় ভুগছেন সে সকল বন্ধুরা আমার এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করছি এই আর্টিকেল থেকে আপনারা উপকৃত হবেন। তো চলুন নিম্নে লিভার ক্যান্সার লক্ষণ কি কি সে সম্পর্কে জেনে নিই।
- বমি বমি ভাব এবং বমি
- অবসাদ
- ব্যাখ্যাতিত ওজন হ্রাস
- জন্ডিস
- পেট ব্যথা এবং ফোলা
- সাদা মল
- ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া
- দুর্বলতা এবং ক্লান্তি
লিভার ক্যান্সারের শেষ পর্যায়ে লক্ষণ গুলি
লিভার ক্যান্সারের শেষ পর্যায়ে কিছু লক্ষণ রয়েছে। আসুন নিম্নে আমরা লিভার ক্যান্সারে শেষ পর্যায়ে লক্ষণ গুলি জেনে নেই।
- ক্ষুধা মন্দা
- পেট ফোলা
- ওজন হ্রাস
- মারাত্মক জন্ডিস
- চেতনা কমে যাওয়া
- বিশৃঙ্খলা
- পেট ব্যথা
লিভার ক্যান্সার থেকে বাঁচার উপায়
হেপাটাইটিস বি ভ্যাকসিন
জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট অনুসারে, নবজাতকদের হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করলে বা দিলে লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়।
চিকিৎসা
হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি উপযুক্ত সময়ে এ চিকিৎসার না হলে সিরোসিস হতে পারে ।এতে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে এইচসিসির প্রবণতা বাড়ে।
নিয়মিত পরীক্ষা
চিকিৎসকদের পরামর্শ মতে এইচসিসির জন্য নিয়মিত পরীক্ষার প্রয়োজন রয়েছে। এজন্য আরফা ফটোপ্রোটিনের জন্য আল্টাসাউন্ড স্ক্যান এবং রক্ত পরীক্ষা করাও যেতে পারে।
শেষ কথা
লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ এটি সুস্থ না থাকলে শরীর ও সুস্থ থাকে না। লিভার খাবার হজমের পাশাপাশি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। যার কারণে শরীর সুস্থ থাকে। কিন্তু কোন কারণে যদি লিভার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ।তাহলে এর খারাপ প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে, এমনকি মৃত্যুর ঝুঁকি ও বাড়ায়। আমাদের লিভারের যত্ন নিতে হবে। এবং কোন সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তো বন্ধুরা আজকের এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের আরো অনেক পোস্ট পেতে আমাদের পেজটি ফলো রাখবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url